ঝিনাইগাতীতে এমপির নির্দেশে অটো, সিএনজি চালকদের চাঁদা দেয়া বন্ধ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অটো সিএনজি চালকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধের নির্দেশ প্রদান করলে তা বাস্তবায়িত হয়েছে। গত বুধবার অটো চালকদের সাথে কথা হলে তারা জানান নতুন এমপি চাঁদা দেয়া বন্ধের ঘোষণা দিলে তা বাস্তবায়ন হওয়ার ফলে আমরা খুশি। এখন আমাদের আর মাসিক/দৈনিক চাঁদা দিতে হয় না সাচ্ছন্দে সারাদিন রোজগার করে বাড়িতে চলে যাই কেঊ রাস্তাঘাটে টাকা চায় না। বিগত ১৫ বছর চালকদের নিকট থেকে মাসিক/দৈনিক চাঁদা দিতে হতো একটা সিন্ডিকেটকে, যা ছিল তাদের সাধ্যের বাইরে। সিন্ডিকেটকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজির ভাগবাটোয়ারা পেত বলে জানা গেছে। নাম না বলার শর্তে এক সরকারী কর্মকর্তা জানান এমপি মহোদয় নির্দেশ দিয়েছে তা বন্ধ হয়েছে এখানে কারো জানানো না জানানো ব্যাপার না।