ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ ঘটিকার সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলার হল রুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা শুরু হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ওসি তদন্ত আবুল কাশেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক প্রমুখ।