ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কফিল উদ্দিন মন্ডল দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত শনিবার সকালে মাদরাসার ময়দানে কে,এম আতাউর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় । আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা: এ,টি,এম মামুন জোস, বিশেষ অতিথি ডা: সাইফুল ইসলাম প্রধান আলোচক হিসাবে হযরত মাওলানা সুরুজ্জান, প্রিয় অতিথি মাহবুব আলম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। মাদরাসার শিক্ষার্থীদের সুন্দর হাতের বাংলা,ইংরেজি ও আরবি লেখা, হামদ গজল, হাদিস, কৌতুক ও জানাজা নামাজের কৌশল প্রদর্শন করে অভিভাবকের মন আকৃষ্ট করেন শিক্ষার্থীরা। পরে প্রত্যেক শ্রেণী থেকে তিনজন করে ১৫জন ও ১০০ভাগ ক্লাসে উপস্থিত থাকার জন্যে ৬ জন শিক্ষার্থী এবং অতিথিদের সহ ক্রেস্ট,সন্মাননা ও মেডেল পুরস্কার হিসাবে হাতে তুলে দেয়া হয়।