ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বাৎসরিক সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী সদরে অবস্থিত ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বাৎসরিক সভা গত শনিবার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপিতি আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে কোষাধক্ষ্য জাহিদুল হক মনিরের সঞ্চলানায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, কাল্ব চেয়ারম্যান আবু ছালেহ আহাম্মেদ প্রমুখ। এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল ব্যবসায়ীদের সমস্যা মনোযোগ দিয়ে শুনে বলেন বাজারে বন্যার সময় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতি সাধিত হয়, ঘর মেরামত ও উত্তোলন করতে হয়রানীর শিকার হতে হয়। বিএনপি ক্ষমতায় গেলে মহারশি নদীতে শহর রক্ষা বেরীবাঁধ নির্মণ করা হবে। ব্যবসায়ীদের ক্ষতি সাধিত হয় এমন কোন কাজ করা হবে না তাদের সুখে দু:খে পাশে থাকবেন বলে জানান। পরে ২য় অধিবেশনে সমিতির আয় ব্যায় হিসাব নিয়ে সদস্যদের প্রশ্নউত্তর ও এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচি বাস্তবায়নে কার্যকরী কমিটির কামরান হোসেন, হানিফ, মনির আহাম্মেদ, আবুল কালাম, লিটন সার্বিক দায়িত্ব পালন করেন। সমিতির সকল সদস্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।