ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত শনিবার বিকালে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জনগণের অধিকার আমাদের অঙ্গিকার প্রতিপাদ্য নিয়ে এক আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার খাদ্য ব্যবসায়ী হল রুমে যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সোহেল তানভির, শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুঘ¥ আহবায়ক শামসুজ্জামান শিবলু, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান ও গোলাম নূর সহ অনেকেই। বক্তারা ভিপি নূরের আদর্শ তুলে ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে গণঅধিকার পরিষদের পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে নতুন স্বাধীনতা ভোগ করার জন্যে ভিপি নূরের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহব্বান রাখেন। আলোচনা সভা শেষে দলের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দলীয় নেতা কর্মীদের উৎসাহ প্রদান করেন। কর্মসূচিতে উপজেলার ইউনিয়ন,ওয়ার্ড ও পাশ্ববর্তী উপজেলা শ্রীবরদী থেকেও নেতাকর্মীরাও যোগদান করেন।
ঝিনাইগাতীতে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![](https://ajkerjamalpur.com/wp-content/uploads/2024/10/Aj-6-4-1.jpg)