Friday, September 29, 2023
Homeশেরপুরঝিনাইগাতীতে গাঁজা ব্যবসায়ীকে ২ মাসের জেল

ঝিনাইগাতীতে গাঁজা ব্যবসায়ীকে ২ মাসের জেল

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে আব্দুর রশিদ(৪৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের জেল ও ১শত টাকা অর্থদ-ে দন্ডিত করা হয়েছে। গত ৮ জুন বৃহস্পতিবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। দন্ডিত আব্দুর রশিদ উপজেলার সদর ইউনিয়নের দড়িকালীনগর গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুন বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এবং শেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জসিম উদ্দিন সহ উপজেলার দড়িকালিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় আব্দুর রশিদকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে অভিযুক্ত করে আব্দুর রশিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আব্দুর রশিদকে ২ মাসের জেল এবং ১শত টাকা অর্থদ-ে দন্ডিত করা হয়।এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, থানা পুলিশ ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments