ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। সকালে উপজেলা যুবলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন শাউন কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ,কে,এম বেলায়েত হোসেন, শাহাদাৎ হোসেন মিলন সহ অনেকেই। অপর দিকে বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানে নেতৃত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিনটি উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাজ্জাদ হোসেন সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম,এ ওয়ারেজ নাইম বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় সহ আরো অনেকেই ছাত্রলীগের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।