ঝিনাইগাতী সংবাদদাকতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর রাক্ষসী বন্যায় গত বছর জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্থ বাঁধ নির্মাণের আশ্বাস পেলেও আজও আলোর মুখ দেখেনি নদীর তীরবর্তী এলাকাবাসী ও কৃষকরা। মহারশি নদীর পূর্ব পাশে গতবছর ভয়াবহ বন্যায় প্রায় ৫০০গজ কাঁচা মাটির রাস্তা ও বাঁধ ভেঙে বাড়িঘর ও কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যার ফলে গত আমন ফসল ও চলতি বোরো ফসল না করতে পেরে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ছাড়াও এই নদীর পাড়ের রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। বন্যা পরবর্তীতে জনপ্রতিনিধিরা পরিদর্শন করে দ্রুত রাস্তাটি নির্মাণের আশ্বাস প্রদান করলেও তা আলোর মুখ দেখা যাচ্ছে না। এবারও বোরো ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়ে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। এলাকাবাসী অতি দ্রুত রাস্তা বা নদীর বাঁধ নির্মাণের দাবি জানিয়ে ফসল উৎপাদনের জন্যে ব্যবস্থা করার আহ্বান রেখেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ জানান রাস্তাটির কাজ দ্রুত প্রয়োজন এ ব্যাপারে অফিসিয়াল ভাবে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ চারিতা চলমান রয়েছে। যে কোন সময় জনস্বার্থে রাস্তাটির কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।