Friday, June 9, 2023
Homeশেরপুরঝিনাইগাতীতে জমির সীমানা নিয়ে দ্বন্ধে ২জন আহত

ঝিনাইগাতীতে জমির সীমানা নিয়ে দ্বন্ধে ২জন আহত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বন্ধভাটপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে দ্বন্ধে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো শাহীন আহমেদের স্ত্রী রায়হানা বেগম রেনু ও কাদির মন্ডলের স্ত্রী আমেনা বেগম উভয়ই জমির সীমানা নিয়ে সংঘর্ষে আহত হয়ে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত শুক্রবার সরজমিনে রায়হানা বেগম রেনু জানান আমি ৫০ শতাংশ জমি ক্রয় করে আদালতের নির্দেশে এখানে বসবাস করে আসছি । আমাকে নিরহ অসহায় পেয়ে আমার জমির সীমানার সাথে প্রভাবশালি আব্দুল কাদির মন্ডল পুকুর খনন করে পাড় ভেঙে আমার যাতায়াতের রাস্তা সহ জমি জবর দখল করার চেষ্টায় লিপ্ত আছে । জবর দখলের সময় আমি একা বাধা দিতে গেলে কাদির,আমেনা ও আসিফ আমাকে মারপিট করে আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি। শাহীন আহমেদ জানান আমি সকালে স্কুলে যাওয়ার পর বাড়িতে ছিলাম না আমার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে তারা মারপিট করেছে । আমার জমি জোরপূর্বক দখলের করার জন্যে দীর্ঘদিন থেকে চক্রান্ত করে আসছে একটি মহল আদালতের নির্দেশও তারা তোয়াক্কা করে না । আমি অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরি বিচার পাচ্ছি না । আব্দুল কাদির জানান আমার জমি তার বাড়িতে আছে আমি কোর্টের নির্দেশ শ্রদ্ধা করি তার কোন জমি জবরদখল করি নাই । আমি থানায় আইনের আশ্রয় নিয়েছি জানিয়ে বলেন তার জমি থাকলে সে নিবে আমার থাকলে আমি নিব। আমার স্ত্রী আমেনাকে মারপিট করেছে সে হাসপাতালে ভর্তি আছে । সূধিসমাজ জানান এই জমি নিয়ে একযুগ ধরে সমস্যা সৃষ্ঠি হয়েছে এর সমাধান না হলে যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষ হয়ে বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সকলকে এগিয়ে এসে সমস্যা সমাধানের জন্যে সচেতন মহল আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments