Friday, September 29, 2023
Homeশেরপুরঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : গত বৃহস্পতিবার সকালে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে।“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয় । এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বাহির হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, শরীরচর্চা শিক্ষক হারুন উর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments