Thursday, September 28, 2023
Homeশেরপুরঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ১১৪ শিক্ষার্থী

ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ১১৪ শিক্ষার্থী

ঝিনাইগাতী সংবাদদাতা :স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৪ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন ইউএনও ফারুক আল মাসুদ। পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয় করা এ ট্যাব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ২০২১ সালে ডিজিটাল জন শুমারীতে সারা দেশে ব্যবহৃত ট্যাবগুলো মাননীয় প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় এ উপজেলায় ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments