ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় লাল ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রদর্শনী মেলা শুরু হয় । উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন (এলডিডিপি) কর্মকর্তা শওকত আলম সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, থানার তদন্ত ওসি আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার আখি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক শ্রী বিশ্বজিৎ রায় প্রমূখ। অনুষ্ঠিত এ প্রদর্শনী মেলায় উন্নত প্রজাতির গরু- মহিষ, ছাগল, ভেড়া, হাস- মুরগী কবুতরসহ বিভিন্ন পশু পাখির ঔষধের ৩৫ টি স্টল স্থান পায়।