Sunday, September 24, 2023
Homeজাতীয়ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরণ

ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরণ করা হয়েছে ।২০২৩/২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্যে ১২শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএফপি ও ১০ কেজি করে পটাশিয়াম প্রত্যেক কৃষককে বিনামূল্যে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক চাঁন উপস্থিত হয়ে কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, শেরপুর জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments