ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মোনাজাতের মধ্য দিয়ে ৭ই মার্চ পালন করা হয়েছে। ঐতিহাসিক দিবসটি যথাযথ মর্যাদায় সকাল সাড়ে দশটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা কলেজ সহ ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে বিশেষ মোনাজাত শেষে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর,ওসি মনিরুল আলম ভূইয়া, তদন্ত ওসি আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম সহ আরো অনেকেই। সূবিধাজনক সময়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির,গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করতে দেখা গেছে।