ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত রোববার নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। সকালে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাবু অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দর সভাপতিত্বে বই বিতরণ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতে নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, আওয়ামীলীগ নেতা এ,কে,এম বেলায়েত হোসেন, শিক্ষক রস্তুম আলী ও হারুন অর রশীদ প্রমুখ। উপজেলার ১০১টি প্রাথমিক বিদ্যালয়,২৩টি মাধ্যমিক ও ১১টি মাদরাসার শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি হয়েছে।