ঝিনাইগাতীতে বন্যার হাওয়া লেগেছে সবজির বাজারে

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যার হাওয়া লেগেছে সবজি সহ আন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারে। গতকাল রোববার ৭ জুলাই বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। পেঁয়াজ ১১০, আলু ৬০,করলা ৭০, কাচামরিচ ২৫০, পটল ৬০, বেগুন ৮০, রুইমাছ ৩০০, বয়লার মুরগি ১৪০, কক ২৫০ থেকে ৩০০, দেশি মুরগি ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আন্যান্য সবজি ও মসলার দামও বৃদ্ধি পেয়েছে। গরু গোসতের বাজার স্থিতিশিল রয়েছে। বন্যার কারণে বাজারে আমদানি না থাকার ফলে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। বন্যায় কৃষকের অনেক সবজির আবাদ ও পুকুরের মাছ ভেসে যাওয়ার ফলে বাজারে আমদানি হচ্ছে কম। সাধারণ মানুষ জানান মধ্যবিত্তদের জন্যে বাজার করা এখন কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীদের খুশিমতো সিন্ডিকেট করে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয় বলে ধারণা করছে অনেকেই। রাতারাতি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম হু-হু করে বেড়েই যাচ্ছে। বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। বন্যার হাওয়া সবজির বাজারে এ রকম ভাবে লেগে থাকলে সাধারণ মানুষ অসহায়ত্ব ভাবে জীবন যাপন করবে বলে জানা গেছে।