ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাংলার ঐতিহ্য প্রদর্শন করে শুভ নববর্ষ পালন করলো ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকালে একটি মঙ্গল শোভাযাত্রা বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য লাঙ্গল,গরু,পালকি ও কৃষককে প্রদর্শন করা হয় । পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। নতুন বছরের শুভ নববর্ষের শুভেচ্ছা দিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম,সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর,ওসি মনিরুল আলম ভ’ইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম প্রমুখ। মঙ্গল শোভাযাত্রায় মহিলা আদর্শ ডিগ্রি কলেজ ও সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন।