Monday, June 5, 2023
Homeজামালপুরঝিনাইগাতীতে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ঝিনাইগাতীতে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সাতটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৮০০ কৃষক/কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের হাইব্রীড (এসএল ৮ এইচ) ও উচ্চ ফলনশীল (উফশী) ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্য বীজ ও সার তুলে দেন প্রধান অতিথি হিসাবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর। অন্যান্যদের মধ্যে থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসের চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, জেলা পরিষদের সাবেক নারী সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম, ফজলুল হক চাঁন বলেন শেখ হাসিনা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরা ভালো আছে তাদেরকে এ সরকার সার্বিক সহযোগিতা করছে। তাই আগামীতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় থাকার জন্যে সকল কৃষককে কাজ করার আহবান রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments