ঝিনাইগাতীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : গতকাল বুধবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আলহাজ্ব শফি উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতাব নগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহযোগিতায় শফিউদ্দিন কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার আলমের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪/২৫ এর আওতায় ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সোবেল মিয়া বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বালক/বালিকা ক/খ গ্রুপে অন্তর্ভূক্ত করে দৌড়, বিস্কিট দৌড়, মোড়ক লড়াই, ফুল কুড়ানো সহ আন্যান্য খেলা ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথির। এর আগে জাতীয় পতাকা উত্তোলণ শেষে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও বেস পড়িয়ে বরণ করে নেয় প্রতিবন্ধী শিশুরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আরম রাসেল বলেন প্রতিবন্ধী শিশুদের প্রতি নজর রাখতে হবে তারা সমাজের বোঝা নয় সম্পদ। সরককারী ভাবে যত সুযোগ সূবিধা আছে তা প্রতিবন্ধী শিশুদের মাঝে দেয়া হবে। তাদের লেখা পড়ায় শিক্ষকদের ব্যাপক প্ররিশ্রম করতে হয় তাই শিশুদের প্রতি প্রত্যেক শিক্ষককে নজরদারি করার জন্যে নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ।