ঝিনাইগাতী সংবাদদাতা : “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর (খাজনা আদায়) মেলা। শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশে ঝিনাইগাতী ভূমি অফিসের আয়োজনে মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছে। ৫ মার্চ রবিবার থেকে ১৬ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। স্বাধীনতার পর এই প্রথম এই মেলার মাধ্যমে ঝিনাইগাতী উপজেলায় সরকারে সর্বচ্চো রাজন্ব আদায় হচ্ছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে । ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উপজেলা ভূমি অফিসে আয়োজিত এ মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি মালিকেরা এ সেবা নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ভূমি মালিকদের হয়রানির হাত থেকে মুক্তি পেতে এবং তাঁরা যাতে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পান, সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভূমি মালিকরা লাভবান হবেন অপরদিকে সরকার রাজস্ব পাবে ফলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।সাধারণ মানুষকে ভূমি কর দিতে উৎসাহ প্রদান করার জন্য এ মেলা খুবই সহায়ক হবে। অনুষ্ঠানে জানানো হয়, যে সকল ভূমি মালিক ৩ বছরের বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখেছেন তাদেরকে এ মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়। নচেৎ ভূমি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ জমি খাস খতিয়ানে আনার ব্যবস্থা করা হবে। এ জন্যেই রাজস্ব আদায় বেশী হয়েছে। মেলা শেষে ৩ জন সর্বোচ্চ ভূমি করদাতাকে পুরস্কৃত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলার সমাপ্ত হবে। মেলায় সার্বিক তত্তাবধানে থাকা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর জানান মেলায় রেকডিও পরিমাণ সরকারের রাজস্ব আদায় হয়েছে। মেলায় উপজেলার ভূমি মালিকদের সাড়া দেওয়ায় ধন্যবাদ জানিয়ে নিয়মিত জমির কর দেওয়ার জন্যে আহবান করেছেন।