ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে উপজেলা পরিষদ চত্তরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ-সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন শেষে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী, শায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলার সামনের মাঠে সকাল ৯ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও থানা অফিসার ইনচার্জ আল আমিন আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিককে সাথে নিয়ে শান্তির পায়রা উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস,আনসার সিমিত আকাড়ে প্যারেড ও জাতীয় পতাকাকে সন্মান প্রদর্শন করেন। সূবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত,প্রার্থনা ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়। পরে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মধ্যে দিয়ে দিবসটি জাকঁজমক ভাবে পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুদারের সঞ্চলনায় চিত্রাংকন প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিএনপির আহবায়ক, শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জামায়াতের আমির নূর ইসলাম,বিএনপি, যুবদল, ছাত্রদল,,কৃষকদল, জামায়াত ইসলামি,সাংবাদিক সহ সরকারী কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বিজয় দিবস উপলক্ষে উপজেলার সামনে দেশের বিভিন্ন কারুকাজ নিয়ে ৫টি স্টল স্থান পেয়েছে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। অপর দিকে উপজেলার বিএনপি অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়।
Related Posts
জামালপুরে কলেজ ছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন কারাদন্ড
- AJ Desk
- February 14, 2024
স্টাফ রিপোর্টার : জামালপুরে কলেজ ছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার […]
দেওয়ানগঞ্জে নয়াগ্রামে ভাঙ্গা ব্রিজে ১০ গ্রামবাসীর দুর্ভোগ
- AJ Desk
- October 17, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে নয়াগ্রামে একটি ব্রিজের এ্যাপ্রোচ ধসে পড়ায় ১০ গ্রামবাসী চরম দুর্ভোগে […]
দেওয়ানগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপন
- AJ Desk
- November 2, 2024
খাদেমুল ইসলাম : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা নভেম্বর […]