ঝিনাইগাতীতে মহারশি নদীর উপর স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গণসাক্ষর কর্মসূচি

ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার সকালে জিরো পয়েন্টে ঝিনাইগাতী মহারশি নদীর উপর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে দিন ব্যাপী গণ সাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী ও সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনিরের আহবানে এ কর্মসূচি পালিত হয়। গণ সাক্ষর শেষে ভয়াবহ বন্যার কবল থেকে জান ও মালের ক্ষতি রক্ষার্থে শেরপুর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। ঝিনাইগাতীর মহারশি নদীর দুই পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে উপজেলাবাসীর জোরালো দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান নদীটি খনন ও দখল মুক্ত করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলে উপজেলাবাসী পাহাড়ি ঢলের রাক্ষসী বন্যার কবল থেকে রক্ষা পাবে। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র থেকে জানা গেছে বেড়িবাঁধ নির্মাণের জন্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে।