ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে মাসিক আইন শৃঙ্খলা সভা উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলা সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর,ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম সহ কমিটির আন্যান্য সদস্যরা। সভায় শ্রী বিশ্বজিৎ রায় অপসাংবাদিকতা রোধ করে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন করার জন্যে প্রশাসনের প্রতি আহবান রাখেন। শাহা আলম আইন শৃঙ্খলা সভায় গৃহীত সিদ্বান্ত বাস্তবায়নের জন্যে সকলের দৃষ্টি কামনা করেন। সভাপতি সকল সমস্যা সমাধানের জন্যে সার্বিক সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি করেন।