Friday, March 31, 2023
Homeদেশজুড়েজেলার খবরঝিনাইগাতীতে মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৪ঠা ডিসেম্বর আজকের এই দিনে পাক হানাদার দোসর বাহিনীকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাকে শত্রু মুক্ত ষোষণা করে স্বাধীনতার অর্জিত মানচিত্র জাতীয় পতাকা উত্তোলন করেন। এ উপলক্ষে আজ বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিজয় র‌্যালি ও যুদ্ধের ইতিহাস স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের করুণ দৃশ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, তদন্ত ওসি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধ সামছুল আলম, এম সুরুজ্জামান আকন্দ, আবুল হোসেন, নুকান্ত সাংমা, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহা আলম প্রমুখ। এ ছাড়াও কর্মসূচিতে সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments