ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার বিকালে উপজেলার হল রুমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন মুক্ত উপজেলা গড়ার লক্ষে সর্বসাধারণের অংশ গ্রহণে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ওসি তদন্ত আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারন সম্পাদক শাহা আলম, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম সহ আরো অনেকেই। পরে একই সভায় মুজিববর্ষ উপলক্ষে ঝিনাগাতী উপজেলা ভূমিহীন গড়ার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।