ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার সকালে উপজেলার সামনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আ: জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে আক্রাম বাহিনীর কোঠোর শাস্তি ও বিচার দাবি করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন বকস, বীর মুক্তিযোদ্ধার সন্তান, ফকির সাইফুল ইসলাম, মজনু মিয়া, সাইফুল ইসলাম প্রমুখও। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধাদের সন্তান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে শেরপুর জেলা প্রশাসক বরাবর আক্রাম বাহিনীর জুলুম অত্যাচার হতে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আ: জলিলের পরিবার পরিত্রাণ পাওয়ার জন্যে মজনু মিয়ার সাক্ষরিত আক্রাম হোসেন সহ ৪জনকে বিবাদী করে একটি আবেদন করেছেন। আবেদনে জানা গেছে ১৫/১/২০২৩ইং তারিখে রোববার বিকালে ভালুকা আ:হালিম মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় আক্রাম বাহিনীর সদস্যগণ অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। ভয়ে আ: জলিলের সন্তান মজনু মিয়া ডাক চিৎকার করলে মানুষ এসে পরিস্থিতি শান্ত করেন। পরে দেশীয় অস্ত্র প্রর্দশন করে হুমকি প্রদান করে বিবাদীগণরা স্থান ত্যাগ করে।