ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্ধা ইউনিয়নের কাটাখালী ব্রিজে আজ মঙ্গলবার পড়ন্ত বিকালে শহীদ নাজমূল স্মৃতি ফলক শুভ উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নির্মাণকৃত এই স্মৃতি ফলক শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সঞ্চালনায় মুক্তিযুদ্ধে শহীদ নাজমুলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদির আহাম্মেদ,জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রহমান, সহকারী কমশিনার ভূমি আশরাফুল কবীর, জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরু, উপজেলার সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম প্রমুখ। জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী কর্তৃক বীর মুক্তিযোদ্ধা নাজমূল নিহত হয়। তার স্মৃতি ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে তার জন্যেই এই স্মৃতি ফলক নির্মাণ করা হলো। বর্তমান সরকারের প্রধানের নির্দেশে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্যে শেরপুর জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।