ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর তিন আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মুহসিনূল বারী রুমি । আজ বিকালে আহাম্মদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ শরীফ উদ্দিন সরকারের সভাপতিত্বে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম এম,এ বারীর ছেলে মুহসিনূল বারী রুমি। রকিবুল হাসান রুকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা, সাবেক সহ সভাপতি ফকির সাইফুল ইসলাম, জিয়াউল আলম রিপন, জুয়েল, রবি প্রমুখ। এ সময় মনোনয়ন প্রত্যাশী রুমি বলেন আমার মরহুম বাবা আপনাদের সেবক ছিলেন আমিও আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকেই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরো বলেন নৌকার জন্যে বাচবো নৌকার জন্যেই মরবো। আমি প্রাকৃতিক দূর্যোগ সময়ে আছি থাকবো বলে আশ্বাস প্রদান করেন। তিনি এবার শেরপুর তিন আসনে শ্রীবর্দী ও ঝিনাইগাতী দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।