ঝিনাইগাতী সংবদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে লিড খামারী, ইনপুট বিক্রেতা, নার্সারী মালিকদের হর্টিকালচার বিষয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর প্রশিক্ষণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নয়াগাঁও এলাকায় পিদিম ফাউন্ডেশনের শাখা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পিদিম ফাউন্ডেশন ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, আরএমটিপি প্রকল্পের ম্যানেজার মো. ইউসুফ আলী, ফাইন্যান্স ও এ্যাডমিন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এভিসিএফ মো. মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, ইস্পাহিনী এগ্রোর প্রতিনিধি মেহেদী হাসান, কাজী ফার্মসের মোফাজ্জল হক প্রমুখ। পিদিম ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে ৩৫জন লিড খামারী, ইনপুট ও নার্সারী মালিক অংশগ্রহণ করে।