ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিলাসপুর গ্রামে গত বুধবার সকালে ইউনাইটেড ট্রাস্ট গ্রুপের সৌজন্যে দুই তলা বিশিষ্টি অত্যাধুনিক নতুন ভবন বিলাসপুর দাখিল মাদরাসা শুভ উদ্বোধন করলেন ব্রিগেডিয়ার জেনারেল(অব:) এ,জে,এম ফজলুর রহমান এনডিসি,পিএসসি,এক্সিকিউটিভ ডিরেক্টর ইউনাইটেড ট্রাস্ট গ্র“প। ম্যানেজিং ডিরেক্টর খুলনা পাওয়ার কোম্পানি লি: ও মাদ্ররাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আলমামুন আতিকুল ইসলামের সভাপতিত্বে সাইফুল ইসলাম সেজুর সঞ্চালনায় মাদ্রাসা উদ্বোধনী উপলক্ষে প্রতিষ্ঠানের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ওসি তদন্ত আবুল কাশেম, মাদ্রাসার সুপার সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মিজানূর রহমান মিলন প্রমুখও। এ সময় বক্তারা ইউনাইটেড গ্রুপকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে।