Friday, September 29, 2023
Homeশেরপুরঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে সহকারী শিক্ষক রুস্তুম আলীর সঞালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসাবে সহকারি কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান সহ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা বিদায়ী শিক্ষার্থী ও নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। পরে বিদায়ী ও নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি ইউএনও ফারুক আল মাসুদ ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের ভালো ভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় উত্তির্ণ হয়ে দেশ সেবায় শিক্ষা অর্জনের জন্যে ও নবীনদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে লেখাপড়ায় মনোযোগী হতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments