Friday, September 29, 2023
Homeশেরপুরঝিনাইগাতী বিষ্ণপুর চরনতলা মাঠে পাকা ওয়াল নির্মাণ বন্ধে এলাকাবাসীর অভিযোগ

ঝিনাইগাতী বিষ্ণপুর চরনতলা মাঠে পাকা ওয়াল নির্মাণ বন্ধে এলাকাবাসীর অভিযোগ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিষ্ণপুর মৌজার চরনতলা মাঠের চারপাশে বারোয়ারী পূজা কমিটির নেতৃত্বে মাঠের চারদিকে ওয়াল নির্মাণের কাজ বন্ধের জন্যে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দ্বায়ের করেছেন এলাকাবাসী। মাইনুল ইসলাম সাক্ষরিত শতাধিক এলাকাবাসী অভিযোগ পত্রে স্বাক্ষর প্রদান করেন। অভিযোগে প্রকাশ ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নে অবস্থিত বিষ্ণপুর মৌজায় ২.৬২ শতাংশ ভূমি সরকারী খাস খতিয়ানে লিপিবদ্ধ আছে। আরওয়ার রেকর্ডে উক্ত জমি সর্ব সাধারণের গোচারণ ভূমি হিসাবে লিপিবদ্ধ আছে। একটি সূত্রে জানা যায় তৎকালীন সময়ে এক জমিদার জনস্বার্থে ভূমি ব্যবহারের জন্যে দান করেন। শিশুরা খেলার মাঠ ও সংখ্যালঘু সম্প্রদায় গৃহ নির্মাণ করে পূজা পালন করে আসছে মাঠটিতে। এ ভাবে চলে আসা অবস্থায় বর্তমানে মাঠের চারদিকে ওয়াল নির্মাণের কাজ হাতে নেয় সম্প্রদায়ের গোষ্ঠি । যার ফলে খেলাধুলার মাঠ হারিয়ে শিশুরা বঞ্চিত হবে শরীর চর্যা থেকে অপরদিকে জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘœ ঘটবে । এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে নির্মাণ কাজ বন্ধ ও উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর আজ বুধবার সরজমিনে পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments