ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর উপজেলার সামনে বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক পরিবারের আয়োজনে মানববন্ধন শেষে ও উপজেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কারের কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পেনশন, বিভিন্ন ভাতা সহ শিক্ষকদের ন্যায্য দাবি তুলে ধরেন। উপজেলা বে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উম্মে কুলছুম, সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন সহ আরো অনেকেই। মানববন্ধনে উপজেলার বেসরকারী মাধ্যমিক ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের নিকট তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
Related Posts
নকলা পৌরসভার ইফতার ও দোয়া
- AJ Desk
- March 18, 2024
নকলা সংবাদদাতা : শেরপুর জেলার নকলা পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিণ নকলা এলাকার একটি মসজিদে প্রয়াত […]
শেরপুরে আন্তঃজেলা গরু চোরদলের ৫ সদস্য আটক
- AJ Desk
- May 19, 2024
শেরপুর সংবাদদাতা : একদল সংঘবদ্ধ চোর গত ১২ মে গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের […]
কোরবানির জন্য গারো পাহাড়ে পালন করা ৩৫ হাজার গরু প্রস্তুত
- AJ Desk
- June 14, 2024
শেরপুর সংবাদদাতা : ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা দেশের উত্তরাঞ্চলীয় শেরপুর জেলার তিনটি উপজেলা গারো পাহাড় বেষ্টিত। […]