Thursday, March 23, 2023
Homeজামালপুরটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় খালা ও ভাগ্নি নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় খালা ও ভাগ্নি নিহত

সদর উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় খালা ও ভাগ্নি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি (৫)।


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মোহাম্মদ নবীন (১২ জুলাই, ২০২২) জানান, জামালপুর থেকে সিএনজি যোগে মৌসুমীরা ঢাকার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস ওই সিএনজিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই রিয়া নামে পাঁচবছরের শিশু নিহত হয়। মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় সিএনজির আরও দুইজন আহত হয়েছেন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments