Friday, September 17, 2021
Home আন্তর্জাতিক টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ২৪০ ইসরায়েলি

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ২৪০ ইসরায়েলি

আ.জা. আন্তর্জাতিক:

ইসরায়েলে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেয়ার পরও দুই শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। স্থানীয় চ্যানেল থার্টিন নিউজ জানিয়েছে, টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে ২৪০ জন। খবর রাশিয়া টুডের। যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন ও প্রয়োগ শুরু করার পর যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে অনুমোদন দেয়া হয় এই টিকা। কিন্তু এই টিকা নেয়ার পরই আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আসলে ফাইজারের টিকায় করোনাভাইরাস নেই এবং টিকা নেয়া ব্যক্তিকে আক্রান্ত করে না। কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাকে সতর্ক করতে এবং আক্রমণ ঠেকাতে টিকাটির ভেতর থাকা জেনেটিক কোডের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। মার্কিন ও জার্মান দুটি সংস্থা তৈরি এই টিকাটি করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দুই ডোজ দরকার হয়। গবেষণায় বলা হয়েছে, টিকার প্রথম ডোজ নেয়ার ৮-১০ দিন পর প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে, ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছায়। তবে প্রথম ডোজ নেয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। এরপরই করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে এই টিকা। যদিও টিকার দুই ডোজ নেয়ার পরই আক্রান্ত হওয়ার ৫ শতাংশ সুযোগ থেকেই যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমটি বলছে, এজন্যই টিকার প্রথম ডোজ নেয়ার পর মানুষজনকে সতর্ক থাকতে হবে। ইসরায়েল ইতোমধ্যেই দেশটির ১০ লাখ মানুষকে ফাইজারের টিকা দিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ময়মনসিংহে লোডশেডিং দেড়শ’ মেগাওয়াট : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মতবিনিময়

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ : দীর্ঘদিন পর লকডাউন তুলে নেয়ার পর ময়মনসিংহের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও প্রতিদিন অসংখ্য বার...

ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার

ময়মনসিংহ ব্যুরো : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব।জনগণকে ডিজিটাল প্রযুক্তির...

সরিষাবাড়ীতে নিখাই গ্রামে গণপাঠাগার উদ্বোধন

আসমাউল আসিফ: জামালপুরের সরিষাবাড়ীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার’ এই শ্লোগানে সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত নিখাই...

সংক্রমন বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

আসমাউল আসিফ: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমনের কারনে পাঠদান বন্ধ ছিল,...

Recent Comments