Sunday, June 26, 2022
HomeUncategorizedটিজারে চমক দেখালেন বাঁধন

টিজারে চমক দেখালেন বাঁধন

আ.জা. বিনোদন:

কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিরিজ। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। প্রকাশিত টিজারে দেখা যায়-বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যতনামা রেস্তোরাঁ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’। প্রশ্ন হলো এই রেস্তোরাঁটি কেন এত জনপ্রিয়? তা জানতে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। এই রেস্তোরাঁর মালিক মুসকান জুবেরী। রহস্যময় মুসকান জুবেরীকে নিয়ে নিরুপমের মনে জাগে নানা প্রশ্ন। পুলিশের সোর্স আতর আলীর তথ্য মতে, বেরিয়ে আসে মুসকান জুবেরী সম্পর্কে অদ্ভুত সব তথ্য। এর আগে বাঁধন তার চরিত্র প্রসঙ্গে বলেন-‘আমার চরিত্রের নাম মুশকান জুবেরী। আমি এই চরিত্রের প্রেমে পড়েছি। বলতে পারেন জুবেরীর প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমার মনে হয়, এই উপন্যাস যে পড়বে সে তার প্রেমে পড়বে! এমন একটি চরিত্র নিজের মধ্যে ধারণ করে পর্দায় উপস্থাপন করতে পারা কঠিন ব্যাপার। চেষ্টা করেছি, চরিত্রটি পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার-জানি না, কতটুকু পারবো!’ ১ মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্েযর টিজারে দেখা যায়, সাংবাদিক নিরুপম চন্দার চরিত্রে রয়েছেন রাহুল বোস, আর পুলিশের সোর্স আতর আলীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তা ছাড়া অঞ্জন দত্তকে একঝলক দেখা গেছে। ট্রেইলারটি মুক্তির পর প্রশংসা করছেন নেটিজেনরা। এটি দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments