Thursday, January 28, 2021
Home খেলাধুলা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ পাল্টে গেল

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ পাল্টে গেল

আ.জা. স্পোর্টস:

করোনাভাইরাসে ক্রিকেট ক্যালেন্ডার ওলটপালট। স্থগিত হয়েছে অনেক সিরিজ, সামনে যেগুলো আছে, সেগুলো নিয়েও আছে শঙ্কা। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়ে শেষ করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আইসিসির লক্ষ্য, ২০২১ সালের জুলাইয়েই ফাইনাল আয়োজনের। সেই চিন্তা থেকেই পয়েন্ট নির্ধারণের আগের নিয়ম পাল্টে ফেললো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এতদিন একটি সিরিজ থেকে প্রাপ্ত পয়েন্ট যোগ হলেও এখন থেকে সম্ভাব্য পয়েন্টের মধ্যে দলটি কত পয়েন্ট অর্জন করতে পেরেছে, সেটি যোগ হবে। অর্থাৎ, সিরিজের মোট পয়েন্টের শতকরা হিসাব অনুযায়ী পয়েন্ট যোগ হবে। নতুন এই নিয়মের কারণে ভারতকে নেমে যেতে হয়েছে দুই নম্বরে, আর শীর্ষে বসেছে অস্ট্রেলিয়া। ভারতের খেলা ৪ সিরিজের সম্ভাব্য পয়েন্ট ছিল ৪৮০, তবে তারা তুলতে পেরেছে ৩৬০। পয়েন্ট প্রাপ্তির হার ৭৫ শতাংশ। অন্যদিকে তিন সিরিজের সম্ভাব্য ৩৬০ পয়েন্টের মধ্যে ২৯৬ তুলে অস্ট্রেলিয়ার পয়েন্ট প্রাপ্তির হার ৮২.২২ শতাংশ। নতুন এই নিয়মের ফলে ভারতকে টপকে শীর্ষে বসেছে অস্ট্রেলিয়া। তবে এই নিয়মে বাংলাদেশের অবস্থানের কোনও বদল হয়নি। এখনও ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার নিচে মুমিনুল হকরা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলেছে দেড় সিরিজ, ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজের একটি খেলে সেখানেও হার নিয়ে ফিরেছে। অন্য ম্যাচটি করোনাভাইরাসের কারণে খেলা হয়নি। তিন ম্যাচ থেকে কোনও পয়েন্ট অর্জন করতে না পারায় শতাংশের হিসাবেও অবস্থান পরিবর্তন হয়নি বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের ৬ করে সিরিজ খেলার কথা। তিনটি ঘরের মাঠে, তিনটি অ্যাওয়ে। কিন্তু করোনার থাবায় এরইমধ্যে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে গেছে। সেগুলো নতুন করে আয়োজনের পরিকল্পনায় চললেও ২০২১ সালের মধ্যে সব সিরিজ খেলা সম্ভব হবে না। সে কারণেই আইসিসি অন্য পথে হাঁটার চিন্তা করেছে। অবশ্য অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি আরেকটি পথেও চিন্তা করেছিল। যে সিরিজগুলো স্থগিত হয়ে আছে কিংবা হয়নি, সেগুলোকে ড্র ধরে পয়েন্ট টেবিল সমন্বয় করে নেওয়া। তবে পয়েন্ট প্রাপ্তির শতাংশ হিসাবের পথেই হেঁটেছে তারা। যেটি আইসিসির সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

করোনার টিকার অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: করোনাভাইরাসের টিকা প্রদানে অগ্রাধিকারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের...

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব

আ.জা. ডেক্স: মানবজাতি বিপন্ন হতে পারে নীরবে বিকশিত এমন জীবাণুনাশক ওষুধ বা এন্টিবায়োটিকের অকার্যকর হওয়া ঠেকাতে অবিলম্বে বৈশ্বিক...

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকাল সাড়ে...

সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে: পরিকল্পনামন্ত্রী

আ.জা. ডেক্স: ঝুঁকি ভাতা এবং পেনশনসহ সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল...

Recent Comments