জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমানকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার রাত ১১টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালের গেইট থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, জাহিদুল ইসলাম জুমান তার স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য প্রায় এক মাস ধরে ঢাকার পঙ্গু হাসপাতালে অবস্থান করছেন। তখন থেকেই তিনি তার স্ত্রী, সন্তানের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন।
তার অবস্থান নিশ্চিত করে জামালপুর ডিবির একটি দল জুমানকে জামালপুর পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য আটক করে রাতেই জামালপুরে নিয়ে আসেন।
পরে তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার দুপুরে আটককৃত উপজেলা ভাইস-চেয়ারম্যান জুমানকে জামালপুর কোর্টে প্রেরণ করেছে জেলা ডিবি।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ঢাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।