শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথম ইভিএমএ ভোট দিয়েছেন ভোটাররা।
বৃহষ্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সারে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চল বিকেল সারে ৪ টার পর্যন্ত।
স্থানীয় ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ওই কেন্দ্রে ১৮৭৭ জন ভোটারা। ১ টি কেন্দ্রে ৬ টি বুথে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউনিয়ন কেন্দ্রে দুপুরে থেকে ই ভোট শূর্ণ হয়ে পড়ে। সকালে ভোটারের চাপ থাকলেও দুপুরে তা শূন্য হয়ে যায়। অলস সময় পাড় করেন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পিজাইডিং, পুলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা। ভোটারদের ভোট দিতে কেন্দ্রে আসার জন্য মাইকের মধ্যমে আহবায়ন করে পুলিশ। দুপুর আড়াইটা পর্যন্ত ১৩৬২ জন ভোট দিন। যার মধ্যে ৬৭১ জন মহিলা ও ৬৯১ জন পুরুষ ভোটার তাদের ভোট প্রদান করেন। পুরো এলাকাই উৎসবের একটি আমেজ দেখা যায়।
পিজাইডিং কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার বলেন, সকাল থেকে ই শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকালে ভোটারের সংখ্যা বেশি থাকলেও দুপুরের পর কমে যায়। হাতের ছাপ উঠে না তেমন পাওয়া যায় নি। যারাও রয়েছে তাদেরকে ৩ টার পর আসতে বলা হয়েছে।এরপর ভোট গননা শেষে বিকাল ৫,১৫ মিনিট এর সময় ভোটের ফলাফল ঘোষণা করেন পিজাইডিং কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার। ফলাফলে দেখা যায় ফুটবল প্রতীক নিয়ে দেওয়ান আবুল কালাম আজাদ ৭১১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের মোঃ ফরহাদ ৬৬২ কে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।