Friday, March 31, 2023
Homeশিক্ষাডিআইআইটি’র বিবিএ বিভাগের ২২তম বর্ষপূর্তি উদযাপন

ডিআইআইটি’র বিবিএ বিভাগের ২২তম বর্ষপূর্তি উদযাপন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ডিআইআইটি’র বিবিএ বিভাগের ২২তম বর্ষপূর্তি উদযাপন হল। বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, বেলুন উড়ানো, কেক কাটা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। 

ড্যাফোডিল টাওয়ার-৫ এর ৭১ মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাসান এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিবিএ বিভাগের প্রধান লক্ষণ চন্দ্র রবিদাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিবিএর ২২ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। 

অনুষ্ঠানটিতে আরও বক্তব্য দিয়েছেন বিবিএ বিভাগের সিনিয়র শিক্ষক মো. মোকাররম হোসেন। তিনি তার প্রাণোচ্ছল বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন এবং উচ্ছ্বসিত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাসান। 

প্রধান অতিথি ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিআইআইটি এর ইতিবৃত্তি বর্ণনা করেন এবং ছাত্র-ছাত্রীদের ফোকাস থাকতে বলেন। এ সময়ে তিনি বলেন, ডিআআইটি ড্যাফোডিল পরিবারের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৯ সালে অধিভুক্তই পায়। 

অনুষ্ঠানটির সভাপতি ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থী যে বিভাগেরই হোক না কেন সকল ক্ষেত্রে সফল হওয়া সম্ভব যদি সে নিজেকে প্রমাণে দৃঢ়তা বজায় থাকে। 

এছাড়াও বিবিএ বিভাগে আনুষ্ঠানিকভাবে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন সেন্টারের অধীনে ৫টি ভিন্ন ক্লাবের উদ্বোধন করা হয়। কেক কাটা ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments