Friday, December 9, 2022
Homeঅর্থনীতিডিএসইর নতুন সিএফও সাত্বিক আহমেদ শাহ

ডিএসইর নতুন সিএফও সাত্বিক আহমেদ শাহ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হলেন সাত্বিক আহমেদ শাহ। বৃহস্পতিবার (৩০ জুন) ডিএসইতে যোগদান করেছেন তিনি।

ডিএসই উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাত্বিক আহমেদ শাহ দেশের বিভিন্ন স্বনামধন্য ও নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি একুশে টিভির (এস আলম গ্রুপ) অতিরিক্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের হেড অব গ্রুপ অডিট এবং ইন্টারনাল কন্ট্রোলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেমকন গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অপসোনিন ফার্মা, স্কয়ার টেক্সটাইলে (স্কয়ার গ্রুপ) বিশেষ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কয়ার টেক্সটাইল লিমিটেডে ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস ডিপার্টমেন্টে নির্বাহী হিসেবে ২০০১ সালে তার কর্মজীবন শুরু করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments