ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরীর মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেজাউল করিমের ব্যক্তিগত সহকারী জহিরুল কাইয়ুম বিষয়টি জানিয়েছেন।
এদিকে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরীর মায়ের মৃত্যুতে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রেজাউল করিম চৌধুরী ২০২১ সালের ২৭ জুন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে যোগদান করেন। ঢাকায় যোগদানের আগে তিনি নওগাঁ ও কক্সবাজার জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।