নিজস্ব সংবাদদাতা : জামালপুরে গরীব অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১টার সময় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঢাকাস্থ ভাটারা সমিতির সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গরীব অসহায় শীতার্ত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি ও জামালপুর শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আদিত্ব্য রহমান অর্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গরীব অসহায় শীতার্তদের মাঝে ঢাকাস্থ ভাটারা সমিতি সহযোগিতায় ২০০ কম্বল বিতরণ করা হয়।