ঢাকা শিশু হাসপাতালে আনসার সদস্যরা মিথ্যা সাইকেল চোর অপবাদ দিয়ে আমার ছোট ভাই মো. মামুন (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেন নিহতের বড় ভাই মাসুদ রানা। সোমবার বিকাল ৪ ঘটিকায় আদর্শনগর সেবা বিল্ডিং এর সামনে মামুনের লাশ রেখে মানববন্ধন করেন এলাকাবাসী ও নিহতের পরিবার।
এ ঘটনায় নিহত মামুনের বড় ভাই মাসুদ রানা আরো জানান, তাদের বাসা পল্লবী এলাকায়। বাবার নাম মৃত ফজলুল হক। গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। মামুন পল্লবী এলাকায় চা বিক্রি করতেন। তিনি ছয় বছরের মেয়েকে চিকিৎসার জন্য গতকাল শেরেবাংলা নগর এলাকার ঢাকা শিশু হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে মা ও তার স্ত্রী ছিলেন। আমার ভাই যদি চোর হতো তাহলে কি মা, মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কেউ হাসপাতালে যায়।
মাসুদ রানা জানান, হত্যার ঘটনা শুনে তিনি মা শাহানারা বেগমকে ফোন করে মামুন কোথায় জানতে চান। উত্তরে মা তাকে জানান, মামুন তাদের বাসে উঠিয়ে দিয়ে হাসপাতালে রয়েছে। এরপর তিনি (মাসুদ) দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন তার ভাইকে চোর অপবাদ দিয়ে হাসপাতালের আনসার সদস্য হিরা ও মাহবুবসহ হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুলেন্স চালকরা পিটিয়ে তার ভাইকে হত্যা করেছে। মামুন চোর নয় বলে দাবি করেন তিনি। হত্যায় জড়িতদের মধ্যে আনসার সদস্য মাহবুব ও হীরার নাম জানতে পেরেছেন তিনি। নিহতের বড় ভাই মাসুদ রানা হাসপাতালের সামনে থাকা প্রত্যক্ষদর্শী থেকে জানতে পেরেছেন মামুনকে হাসপাতালের বাইরে থেকে ধরে হাসপাতালের ভেতরে এনে আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা মারধর করে। এ সময় তিনি মারা যান।
ঢাকা শিশু হাসপাতালে আনসার সদস্য হিরা ও মাহবুব , অ্যাম্বুলেন্স চালক সহ যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসি চান নিহতের পরিবার।