Wednesday, June 26, 2024
Homeজাতীয়ঢাকা স্টেশন এলাকায় লাইনচ্যুত একতা এক্সপ্রেস

ঢাকা স্টেশন এলাকায় লাইনচ্যুত একতা এক্সপ্রেস

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয়েছে। যার কারণে ৩০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা ছাড়ে ১০টা ২৩ মিনিটে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার পরপরই লাইনচ্যুত হয়। এখনও কাজ চলমান আছে।

ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি জানান, অন্য ট্রেনগুলো ২০/২৫ মিনিট বন্ধ ছিল। এখনই ঘোষণা করা হয়েছে, ট্রেনের মুভমেন্ট শুরু হবে।

এই ঘটনার পর দুটি ট্রেন ছাড়ার সময়ে বিলম্ব ঘোষণা করা হয়। ঢাকা রেলওয়ে স্টেশন থাকা অনবোর্ড স্ক্রিনে দেখা যায়, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) সাড়ে ১০টায় ছাড়ার কথা ছিল। তবে সম্ভাব্য সময়ের ঘরে বিলম্ব হবে লেখা রয়েছে। এছাড়া তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) বেলা সাড়ে ১১টায় ছাড়ার কথা থাকলেও সেটিও বিলম্বে ছাড়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

এমএইচএন/এসএম

Most Popular

Recent Comments