Monday, June 5, 2023
Homeশিক্ষাঢাবিতে ‘বাংলার রুমি ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে ‘বাংলার রুমি ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ‘বাংলার রুমি ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বুধবার (১১ জানুয়ারি) ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদুল হক ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, কয়েকজন শিক্ষক ও আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের প্রতিনিধিরা।

এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বিএ (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ১ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে জাগ্রত করার ক্ষেত্রে এ ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments