মোহাম্মদ আলী: যে ইঞ্জিনিয়ারের দায়িত্বরত অবস্থায় নির্মাণে কাজে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে, সেই ইঞ্জিনিয়ারকেই আবার সেই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে! এমন খবরে উপরের উক্তিটি ব্যক্ত করেছেন, ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ কাদের ও তার পরিবার। তারা তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছেন। জানাযায়, বকশিগঞ্জ উপজেলা সূর্যনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ কাদের এর নামে বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ঠিকাদার। এই ঘটনায় জামালপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা কাদের। এর প্রেক্ষিতে দুই সপ্তাহ আগে ঘটনাস্থল তদন্তে যায় বকশিগঞ্জ উপজেলা প্রশাসন। তারা প্রাথমিক ভাবে নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে প্রমাণ পান। তারপরেও বিষয়টি আরও অধিকতর নিশ্চয়তার প্রয়োজনে আরও পরীক্ষা নিরীক্ষার ও তদন্তের প্রয়োজনীয়তার কথা জানান উপজেলা প্রশাসন।এর দুই সপ্তাহ পর, বৃহস্পতিবার, বিষয়টির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা, মোঃ মজনুর রহমান বলেন, বীর নিবাস নির্মাণ কাজে মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার আশরাফ হোসেনকেই মুক্তিযোদ্ধা আঃ কাদেরের বাড়ীর পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এব্যাপারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিমত, যে ইঞ্জিনিয়ারের দায়িত্বকালীণ সময়ে নির্মাণ কাজে দুর্নীতি অনিয়ম হয়েছে তার করা তদন্তে বা পরীক্ষা নিরীক্ষায় সঠিক প্রতিবেদন পাওয়া যাবে না। তদন্ত কর্মকর্তার পরিবর্তন করা উচিৎ, বলেও তাদের অভিমত। তবে, এব্যাপারে বার বার চেষ্টা করেও দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ হোসেনের মতামত জানা যায়নি।