Tuesday, March 21, 2023
Homeবিনোদনতসলিমা নাসরিনের সমালোচনার জবাব দিলেন অভিষেক

তসলিমা নাসরিনের সমালোচনার জবাব দিলেন অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে বরাবরই খোটা শুনতে হয়। বাবার ছায়া থেকে বেরোতে পারছে না কিংবা সরাসরি তুলনা টানা হয় স্বয়ং বলিউড শাহেনশাহের সঙ্গেই। সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। স্বাভাবিকভাবেই বাবা হিসেবে বেশ উচ্ছ্বসিত বিগ বি।

অমিতাভ বচ্চন টুইট করে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছ। তবে পাল্টা উত্তরে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।’

অমিতাভের টুইটের সমালোচনা করে দিন কয়েকের মধ্যেই টুইট করেন তসলিমা নাসরিন। লেখেন, ‘অমিতজি নিজের সন্তানকে এতটাই ভালোবাসেন যে তিনি ভাবেন তার যাবতীয় ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। তিনি ভাবেন তার পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’

এবার বাবার হয়ে ব্যাট ধরলেন ছেলে অভিষেক। টুইটে পাল্টা জবাব দিলেন তিনি। অভিনেতা লেখেন, ‘আপনি একেবারে সঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্যকোনো কিছুর দিক থেকেই তার সমকক্ষ কেউ হতেই পারবে না। অমিতাভ বচ্চন সারা জীবন সেরাই থাকবেন, আমি গর্বিত ওনার ছেলে হয়ে।’

উল্লেখ্য, অভিষেক বচ্চন অভিনীত সিনেমা ‘দশভি’। গত ৭ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান অভিষেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments