Tuesday, May 21, 2024
Homeখেলাধুলাতামিম ফিরলেই খুশি শান্ত

তামিম ফিরলেই খুশি শান্ত

গত বছরে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। এরপর নানান ঘটনাপ্রবাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। তবে গত ১০ মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ছাড়া জাতীয় দলে আর দেখা যায়নি তাকে।

ঠিক কবে, কোন ফরম্যাট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম, সেটা এখন বড় প্রশ্ন। তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে সম্প্রতি তার সঙ্গে কথাও বলেছেন নাজমুল হোসেন শান্ত।

আজ মঙ্গলবার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে যোগদান অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি তো চাইব, তিনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টি থেকে যদিও অবসর নিয়েছেন, যদি তিনি ফিট থাকেন, যে কোনো সংস্করণে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্রিকেটারই খুশি হবে। এটা তো একটা ইচ্ছা, এটা চাওয়া।’

‘তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া হবে। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’

গতকাল মিরপুরে ডিপিএলের ম্যাচে তামিমদের বিপক্ষে খেলেছেন শান্ত। সেই ম্যাচ শেষে কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় দুজনকে। এবার শান্ত জানিয়েছেন, কী ছিল সেই আলোচনার বিষয়বস্তু।

তিনি বলেন, ‘(তামিমের সঙ্গে) সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন, আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার।’

‘উনিও একটু সময় চেয়েছেন। একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে একটু ক্রিকেট নিয়ে… কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।’-আরো যোগ করেন তিনি।

Most Popular

Recent Comments