জুয়েল রানা: জামালপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের এমপি প্রার্থী আলহাজ¦ ফারুক আহাম্মেদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় জামালপুর সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে তিতপল্লা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমানের পরিচালনায় চার শতাধিক অসহায় গরীব দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে এ কম্বল বিতরনের আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার এম এ মান্নান খানের সভাপতিত্বে কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের এমপি প্রার্থী আলহাজ¦ ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফি উদ দৌলা চিশতি,ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক নুরল, সাংবাদিক আজিজুর রহমান ডল, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দৌলতুজ্জামান মেম্বার। এসময় বক্তারা বর্তমান সরকারের পাশাপাশি অসহায় গরীব দুস্থ শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।